৯৯৯ নম্বরটা ইজারা নিছি………..সাবধান

:chup: :chup: :chup:

সাবধান, সাবধান, সাবধান!!! আগে থেকে ইট ফেলে রাখলাম। ৯৯৯ নম্বর সদস্যের পোস্টটা আমার জন্য ইজারা নিয়ে রাখলাম আরকি। ওইডা আর বেশি দূরে নাই। আমি না লেখা পর্যন্ত সবাই কিবোর্ড বন্ধ কইরা রাখবা। আগে থেকে তাই সাবধান করে দিচ্ছি!! 😡 অন্য কেউ ভুলেও ওই চেষ্টা কইরো না!! তাইলে পুরা ব্লগ ঝাঁঝরা কইরা দিমু কইলাম। :gulli2: :gulli2: :gulli2: । মনে থাকবো তো?? শুভ ব্লগিং….

বহুত বকাবকি করলাম। এইবার কামরুলের পুরোনো অনুরোধের ঢেকি গিললাম আবার। বাংলা সিনেমার গান শোনো। ভীষণ রোমান্টিক। সাবিনা ইয়াসমিন আমার অন্যতম প্রিয় শিল্পী। শোনো তার কণ্ঠে আনারকলি সিনেমার গান ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে

৬,৩৩০ বার দেখা হয়েছে

১৩১ টি মন্তব্য : “৯৯৯ নম্বরটা ইজারা নিছি………..সাবধান”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    বস্‌ এই আনারকলি কি আনোয়ারা আছিলো? :-/

    আর ৯৯৯ নম্বর পোস্টের আগে কি একটু সাবধান থাকবেনকি? কারণ জামাই একবার ২০০০ ভাইবা নিয়া ২০০১ নাম্বার পোস্ট দিয়া ব্যাপক ধরা খাইছিলো :grr: তাই একজন দায়িত্বপরায়ণ ফৌজিয়ান জুনিয়র হিসাবে বস্‌কে এই ব্যাপারে আগেই ব্যবস্থা নেয়ার জন্য আওয়াজ দিয়া রাখলাম 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    কারণ জামাই একবার ২০০০ ভাইবা নিয়া ২০০১ নাম্বার পোস্ট দিয়া ব্যাপক ধরা খাইছিলো

    এ ধরণের ভিত্তিহীন অপপ্রচারের জন্য কাইয়ুম চাচার সদস্যপদ এক ঘন্টার জন্য সারাজীবন বাতিল করার তীব্র আবেদন জানাচ্ছি x-( x-( x-(

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    ৯৯৯তম সদস্য হিসেবে আরেকবার নতুন কইরা রেজিস্ট্রেশন কইরা ফেলেন। একেবারে চিরস্থায়ী ভাবে ৯৯৯ আপনার হইয়া যাবে। 😀

    গানটার জন্যে ধন্যবাদ।
    একটা গান আজকাল মাথার মধ্যে ঘুরতেছে। সারাদিন রাইত ওইটাই গাইতেছি। সৈয়দ আব্দুল হাদীর 'চোখের নজর এমনি কইরা একদিন ক্ষইয়া যাবে' । সংগ্রহে ছিলো না, ভাবছিলাম আপনারে বিরক্ত করুম, পরে অনেক কষ্টে খুইজা ডাউনলোড করছি। কিন্তু কোন ছবির গান ছিলো এইটা জানতে পারলাম না 🙁 । জানেন নাকি?


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. নাজমুল (০২-০৮)

    🙁 🙁 🙁 🙁
    কি জন্য মন খারাপ কইলাম না মাস্ফু ভাই জানে ওনারে আজকে ফেসবুকে কইসি 🙁 🙁
    মাস্ফু ভাই বুঝলেন না?? 😕
    তবে অন্য কারণে খুব খুশি সেটাও কমুনা 😉
    কিন্তু মেলা খুশি হইসি মেলা :clap: :party: :tuski: :awesome:

    জবাব দিন
  5. আদনান (১৯৯৪-২০০০)

    আমিতো হাসতেই আছি =))
    কিরে মাস্ফু তুই দেখি এখন আবার লাভ গুরুর ভরং ধরছিস, বাহ ভালোই তো ।
    কামরুলের মত আমিও জিগাই অনুস্ঠান কোন কমিউনিটি সেন্টারে?

    জবাব দিন
  6. ফয়েজ (৮৭-৯৩)

    নাহ, কি যে হইলো ব্লগটার, সিনিয়রের পোষ্টে দলাদলি শুরু করছে সবাই 🙁 ।

    শুনেন আমার কোন দল নাই, আমি নিউট্রাল।

    ভাবতাছি বিয়ার খুতবাটা মুখস্থ করি ফেলবো কিনা, এই দিকে কাজীর সার্টিফিকেটও নাই, কি যে করি 😀


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    কাল রাতে আমি ঘুমাতে যাওয়ার :just: পরপরই দেখি কত কিছু হয়ে গেল 🙁
    সানা ভাই, দুইটা গানই সিরাম লাগল...

    আর আমি কিন্তু বরপক্ষ, একে তো কলেজের ছুডো ভাই, তার উপর আবার আমার ছুডো ভাইয়ের নামে নাম... কমিউনিটি সেন্টারের নামটা তো এখনো কেউ জানাইলো না......


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  8. ইউসুফ (১৯৮৩-৮৯)

    কোথাকার পোস্ট কোথায় গিয়ে দাঁড়ায়।

    ছিল ৯৯৯ এর ইজারা সম্পর্কিত। এখন বর-পক্ষ, কনে-পক্ষ, একই সাথে চাচ্চু-মামু হওয়া, কমিউনিটি সেন্টার, দাওয়াত, আব্দুল হাদী, আইসক্রিম ইত্যাদি কমেণ্ট এ পোস্টটা গুবলেট হয়ে গেছে। সিনিয়রের পোস্টে ডিসিপ্লিন বলতে যে কিছু একটা আছে, পোলাপান কি ভুলে গেল? x-(

    আর দাওয়াত থাকলে প্রোটোকলে এডজুটেণ্ট এর নাম কই? 😡 😡

    দেখি, দুই পক্ষই দাওয়াতের লিস্ট মাসরুফের কাছে সাবমিট কর। মডারেশন আমার দায়িত্ব। (মাসরুফ, বিয়েতে আমার নাম বরপক্ষে, বৌ-ভাতে কনপক্ষে রাইখ)।

    অনটপিকঃ সানা ভাই, ৯৯৯ এর ইজারার ব্যাপারে হাইকোর্টের রীট দাখিল করা আছে। এবিসি তে আরেকবার ডাকেন। আলোচনা করি।

    জবাব দিন

মওন্তব্য করুন : সানাউল্লাহ (৭৪ - ৮০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।