এবিসি রেডিও’র ডামি ওয়েবসাইট : শুধু তোমাদের জন্য

এবিসি রেডিও’র ওয়েবসাইটটা দাঁড়াচ্ছে। এখনো অনেক কাজ বাকি। খবরটা নিয়মিত আপডেটও হচ্ছে না। অনুষ্ঠানের কিছুই দেওয়া নাই। সংগ্রহশালা (আর্কাইভ) খালি। তবে ডামিটা দেখে হয়তো তোমরা ধারণা পাবে।

লাইভ স্ট্রিমিং করতে নাকি বিটিআরসির অনুমোদন লাগে। তাই ওই সুযোগ এখন রাখা হচ্ছে না। তবে নিশ্চয়ই এক সময় সেটা পারা যাবে। আসলে এটা নিয়মিত আপডেট করার জন্য মানুষ নাই। তবে শিগগিরই আইটিতে আরো দুজন লোক নিচ্ছি। আশা করি তখন আর সমস্যা হবে না।

অফিসের বাইরে লিংকটা আর কাউকে দেওয়া হয়নি। এমনকি আমাদের ট্রান্সকম গ্রুপেও না। আর নিচের লিংকটা আমাদের মূল লিংক হবে না। ডামির জন্য এটা ব্যবহার করা হবে।

সাইট দেখে তোমরা মন্তব্য করতে পারো।

লিংক : এবিসি রেডিও এফএম ৮৯.২

৩,৫৯৪ বার দেখা হয়েছে

৪৭ টি মন্তব্য : “এবিসি রেডিও’র ডামি ওয়েবসাইট : শুধু তোমাদের জন্য”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ফ্ল্যাশের কাম, তাই লোড হইতে :just: একটু টাইম নিতাছে, কিন্তু এর মধ্যেই আমার ভালা লাইগা গেছে রবীন্দ্র হাউসের কালারটা দেইখা। লাবলু ভাই রে হাউস স্পিরিট দেখানির লাইগা :salute: 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    ভিতরের পাতায় ব্যানারে চশমা পরা মেয়েটা কে লাবলু ভাই? 😉

    সুন্দর হয়েছে।
    'সংগ্রহশালা' থেকে কি পরে সবাই ডাউনলোড করতে পারবে?


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. রায়হান আবীর (৯৯-০৫)

    সিরিয়াস মন্তব্য।

    লাবলু ভাই, সাইটটা খুবি সুন্দর হইছে। কালার কম্বিনেশন ভালো হইছে- লেখা পড়তে ঝামেলা হয়না। যেহেতু, সংবাদের একটা পার্ট দেখা যাচ্ছে তার মানে বিনোদনের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যাবে আপনাদের এই ওয়েবসাইট থেকে।

    তবে সত্যি কথা বলতে কী, বিজ্ঞাপন বিশাল একটা জায়গা জুড়ে রয়েছে। দেখতে খারাপ লাগে। ব্যাটাদের আরেকটু চাপিয়ে দেওয়া যায় না?

    জবাব দিন
  4. রবিন (৯৪-০০/ককক)

    আসলে কালকে আপনার মেইলের সিগনেচার এ আরেকটা এড্রেস দেখেই ট্রাই করেছিলাম এবিসি এর সাইট দেখার জন্য।
    অন টপিকঃ ব্যাক্তিগত ভাবে আমি যখন একটা সাইট ডিজাইন বা ডেভেলপ করি, প্রথমে চিন্তা করি একজন ইউজার হিসাবে আমি কি চাই বা কেমন সাইট দেখতে চাই।

    সেই হিসাবে আপনার সাইট এর হোম পেজ টা অসাধারন হইছে। কালার কম্বিনেশন জটিল। (যদিও সাম্প্রদায়িক, সব কালার থাকলেও নীল নাই।)
    খবর পাতায় ডান পাশে বিজ্ঞাপন ঠিক আছে, কিন্তু উপরের ডাইনামিক ফ্রেমটার নিচে না থাকলে মনে হয় আরো ভালো লাগতো।
    ছবিঘর টা সিম্পল বলেই ভালো লাগছে।
    উপরের মেনু এর ফন্ট মনে হয় আরেক পয়েন্ট ছোট করা যায়।
    "বাংলা দেখা না গেলে" এবং কাউন্টার টা মনে হয় বেশি নীচের দিকে বিজ্ঞাপনের আড়ালে হয়ে গেছে।
    আমাদের কথা তে একেবারে যথাযথ কথা এসেছে।
    আপাতত এটুকুই আমার নগন্য কথা।
    অফ টপিকঃ ছবি ঘর টা ভালো করে দেখে তারপর বাকি কথা বলতেছি 🙂

    বিনোদন

    জবাব দিন
  5. তানভীর (৯৪-০০)

    ভাইয়া, খুবই চমৎকার হয়েছে সাইটটা। জীবনের নতুন আয়োজন- এই কথাটাও খুব পছন্দ হয়েছে। পুরা সাইটটা দাঁড়িয়ে গেলে দারুন একটা কিছু আমরা আশা করতেই পারি।

    এইবার একটু সমালোচনা (আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভাইয়া)-
    ১. ডানদিকের বিজ্ঞাপনটা অনেক জায়গা জুড়ে থাকে, আরেকটু মনে হয় ছোট করা যায়।
    ২. উপরের কলামের বিজ্ঞাপনটাকে কি অন্য কোথাও সরিয়ে নেয়া যায় ভাইয়া?

    নাহ্‌! সাইটটা ভালো লেগে গেল। 🙂

    জবাব দিন
  6. প্রথম পাতার যেকোন লিংকে ক্লিক করে ভেতরে ঢোকার পর আবার প্রথম পাতায় ফিরে আসতে চাইলে পুরা ফ্ল্যাশ আবার লোড হচ্ছে, এইটা একটু বিরক্তিকর ... বিশেষ করে যারা দেশ থেকে ব্রাউজ করেবে তাদের সমস্যা হব ... একদম শুরুতে ফ্ল্যাশটা থাকতে পারে, কিন্তু পরবর্তীতে আবার প্রথম পাতার লিংকে ক্লিক করলে যদি কোন স্ট্যাটিক পেইজে নিয়ে যায় সেটা মনে হয় ইউজার-ফ্রেন্ডলি হবে ...

    দেখতে ভালো হইছে ...

    জবাব দিন
  7. সামি হক (৯০-৯৬)

    সানাউল্লাহ ভাই আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি আশা করি আপনারা খুব শীঘ্রই ইন্টারনেটে সরাসরি অনুষ্ঠান প্রচার শুরু করবেন।

    আর সাইট সর্ম্পকে বলতে গেলে আমিও কিংকং এর সাথে একমত এক লিঙ্ক থেকে যখন আবার প্রথম পাতায় ফিরে যায় তখন আবার ফ্লাসটা লোড না হলে ভালো লাগবে বলে আমার বিশ্বাস। উপরের বিজ্ঞাপনটা যদি একটু সরিয়ে নিয়ে চলমান খবরের স্ক্রল্টা বড় করা যেতো তাহলে আরো ভালো লাগত মনে হয়।

    জবাব দিন
    • সানাউল্লাহ (৭৪ - ৮০)

      কিংকং ও সামি :

      প্রথম পাতার যেকোন লিংকে ক্লিক করে ভেতরে ঢোকার পর আবার প্রথম পাতায় ফিরে আসতে চাইলে পুরা ফ্ল্যাশ আবার লোড হচ্ছে, এইটা একটু বিরক্তিকর

      লিংক থেকে কেন বারবার প্রথম পাতায় আসবে? যে কোনো পাতাতেই তো অন্য পাতাগুলোর লিংক আছে।

      আর বিজ্ঞাপনের জন্য কিছু জায়গা লাগবে, সেটা কোথায় দেবো এ নিয়ে আমরা ভাবছি।


      "মানুষে বিশ্বাস হারানো পাপ"

      জবাব দিন
      • জানি না কেন প্রথম পাতায় আসবে, কিন্তু এইটা একটা কমন ব্রাউজিং হ্যাবিট, ভেতরে যাওয়ার পর অনেকেই আবার প্রথম পাতায় ব্যাক করে 😛

        যদি এইটা এক্সপেক্ট করেন যে পাঠক একবার সাইটে আসার পর আর প্রথম পাতায় ব্যাক করবে না তাহলে "প্রথম পাতা" লিংকটা সরায় দেন ... একান্তই রাখতে চাইলে একদম উপরে লোগোটাকে প্রথম পাতার লিংক বানায়ে দেন, তাহলে পাঠক বুঝবে যে ঐটা আলাদা, অন্য পেইজগুলির সাথে একই ক্যাটাগরিতে না ...

        একটা উদাহরণ দেইঃ এই সাইটটায় যান ... একবার ফ্রন্ট পেইজে "এনটার অফিসিয়াল সাইট" লিংকে ক্লিক করার পর ওরা একটা স্ট্যাটিক পেইজে নিয়ে যায়, সেখান থেকে আর প্রথম পাতায় আসার দরকার হয় না তাই সহজ কোন লিংক নাই ... একান্তই যদি কেউ ফিরতে যায় তাহলে একদম উপরে ছোট ছোট করে যে english লিংক দেয়া আছে সেইখান থেকে ফিরতে পারে ...

        জবাব দিন
  8. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    এবিসি ডামি ওয়েবসাইটের সংগ্রহশালায় (আর্কাইভ) দুটো অনুষ্ঠান আপলোড করা হয়েছে। কেউ চাইলে OPEN অপশন দিয়ে শুনতে পারো। শুনে মন্তব্য করলে খুশি হবো।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
    • রায়হান আবীর (৯৯-০৫)

      বাহ!! খবর শোনা যাচ্ছে। চ্রম। কিন্তু বলদ বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে কোন খবরই প্রচার করা উচিত না। ফাউল যত্তোসব 🙁

      লাবলু ভাই, আরেকটা কথা। প্রথম পেইজে ফ্লাশ লোড হবার সাথে সাথে মিউজিক শুরু হয়। এইখানে সাউন্ড কমানোর বা মিউট করার একটা বাটন থাকা দরকার।

      জবাব দিন

মওন্তব্য করুন : সানাউল্লাহ (৭৪ - ৮০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।