অহেতুক যা কিছু


ক্লান্ত সন্ধ্যাবেলা ঘরে ফিরে শার্ট খুলে দেখি
পিঠে বড়ো বড়ো করে “বেকুব” লেখা

সারাদিন ঠারে ঠুরে চাপা হাসি আর হাহাহিহি
পিঠে ও মুখে আছড়ে পড়েছে নির্বিকার
শার্ট খুলতেই দু’কাঁধ ভেঙে এলো অশ্রু
ঘামে ভিজে পিঠের ওপর লেখাগুলো অক্ষয়
খুব চাপা স্বরে জ্বলজ্বল করছে!


প্রতিদিন একটু একটু করে ময়লা হই
ভিতরে ও বাইরে ময়লা জমে যায়
অবলীলায় অনায়াসে, দিনে রাতে
ময়লাগুলো অযথা অমায়িক অতিথি

রাত একটার পরে ভালো লাগতে থাকে
ময়লা ঘুমিয়ে পড়ে ভিতরে ও বাইরে।


তোমাকে চেনার চেষ্টা চলেছে চারদিন
চারদিন ঘড়ির কাঁটা স্থবির ছিলো, হরতালে
হরতালে জমাট হয়েছে তার সূক্ষ্ণ চাকা
চারদিনে ঘোলা জল স্থির হয়ে ক্রমশ
সুন্দরী স্বচ্ছ সৌম্য হয়ে উঠেছে
মিউজিয়ামের লোকেরা এসে হিসেব করছে
এই জলটুকু আগামিকালকেই প্রদর্শনী যাবে!

চারদিনে তুমি নাগরিক হয়ে গেছো, কর্দমের ফুল…

১,৩৯৪ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “অহেতুক যা কিছু”

  1. সামিয়া (৯৯-০৫)
    ক্লান্ত সন্ধ্যাবেলা ঘরে ফিরে শার্ট খুলে দেখি
    পিঠে বড়ো বড়ো করে “বেকুব” লেখা

    আমিও ক্লান্ত, বেকুব শুনতে শুনতে, আমার জন্য লাইনগুলা হবে বোধহয়, ' ক্লান্ত সারাদিন ঘুরে বেড়াই বেকুব লেখা কামিজ পড়ে, লোকের ফিকফিক হাসি নজর কাড়ে... 🙁

    জবাব দিন
      • আন্দালিব (৯৬-০২)

        বেকুব হইলে কেমন জানি ছোট ছোট লাগে। খারাপ লাগে। এইটা ছোটবেলায় শিখায় দিছে সবাই মিলে, "বেকুব হওয়া খারাপ! আর যাই করো, যাই হও, বেকুব হইও না!"
        এখন সেই শিক্ষাটারে মুছে ফেলার চেষ্টা করছি। এজন্যে বেকুব হয়ে যাচ্ছি দিন দিন। 🙂

        আদ্যক্ষর দিয়ে কবিতাগুলোর নাম দিলাম কারণ আলাদাভাবে নাম খুঁজতে আলসেমি লাগছিলো। পরে দেখলাম - কপত>কপোত হয়ে গেছে। কপোত তো বেশ শান্তি শান্তি জিনিস, তাই ভাল্লাগলো। 😀

        জবাব দিন
        • কামরুলতপু (৯৬-০২)

          প টা বেশ ভাল লেগেছে।
          বেকুব হয়ে হয়ে আমার বেশ মজা লাগছে। এখন ঠিক করেছি সবসময় বেকুব থাকব। চালাক হবার চেষ্টা করতে করতে প কবিতা মানে মনে ময়লা জমছে। বেকুব হয়ে যদি তার কিছু কাটে।
          অফটপিক। আমাদের ৩ ভাই এর নামের অদ্যাক্ষর কপত (কনক, পান্থ, তপু )। সেখান থেকে নিয়ে নিজেদের বাসার নাম রেখেছি কপোত। মিলি গেল...

          জবাব দিন
  2. রাব্বী (৯২-৯৮)

    আমার ভাল লেগেছে 'ত' ...

    চারদিনে ঘোলা জল স্থির হয়ে ক্রমশ
    সুন্দরী স্বচ্ছ সৌম্য হয়ে উঠেছে
    মিউজিয়ামের লোকেরা এসে হিসেব করছে
    এই জলটুকু আগামিকালকেই প্রদর্শনী যাবে!

    চারদিনে তুমি নাগরিক হয়ে গেছো, কর্দমের ফুল…


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন
  3. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    ভাল লাগল মানে বুঝতে পারছি। বেকুব শব্দটারে জয়প্রিয় করার জন্য ::salute:: (ক্যাডেটীয় কালচারে স্যালুট, ইমোতে ফুল টুল খুঁজে পেলাম না)। অল্পবয়সে যখন ্কেউ বোকামেয়ে বলত তখন খুব খারাপ লাগত। তারপর যেদিন থেকে বোকামেয়ে শুনতে ভাল লাগতে শুরু করলো সেদিন থেকে এক অন্যরকম ভালো লাগার সন্ধান পেলাম।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন

মওন্তব্য করুন : সামিয়া (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।