আপাতত সটান চিন্তা

একটু পরে একটা ক্লাশে ঢুকতে হবে। কন্ট্রোল সিস্টেমস এর ক্লাশ। মোট ছাত্রসংখ্যা পঞ্চাশ। ক্লাশে ঢুকতেই ড্যাব ড্যাবে ১০০টা চোখ আমার দিকে চেয়ে থাকবে। তাদের সরলরৈখিক দৃষ্টিতে বিদ্ধ হতে হতে ডায়াসে উঠবো, তারপরে রোলকল্‌, এবং গত ক্লাশের কথা বার্তা একটু বলে বকবক শুরু করবো। কন্ট্রোল একটা বাজে সাবজেক্ট, গাদাগাদা ল্যাপ্লাস করতে হয়। ইলেক্ট্রিকালের যে স্যারটা পড়াতেন, তিনি বড়ো বিশ্রিভাবে পড়িয়েছেন। কিছু বুঝিনি তখন। পি.এল.-এ গায়ে বাতাস লাগিয়ে বেড়ালাম। ৯ দিন ছুটি ছিল পরীক্ষাটার আগে, আমি যার মধ্যে চারদিন মুভি দেখে গাব করে দিয়েছিলাম। তারপরে রুমমেট দু’জন ধরে বেঁধে পড়াতে বসালো। আমি ৮ চ্যাপ্টারের মধ্যে ৪টা শেষ করে রাতেই খুব তৃপ্তি নিয়ে মুভি দেখলাম। তখনও বুঝিনি যে এই প্রথম গুলো কিছুই না, পুরা কন্টেন্ট পরের চ্যাপ্টারগুলোতে! :((
শেষে আরো দুদিন পার হয়ে গেলে একটা রাত পড়েছি, তাও ঐ দুই রুমমেট আমাকে চোথা-পড়া দেয়াতে শেষ রক্ষা হয়েছে! এখন সেগুলো মনে পড়ছে কারণ এই সাবজেক্ট-টাতে A পেয়েছিলাম!! (কীভাবে পাইলাম সেটা বুঝি নাই! )
***
কী ভেবে লিখলাম জানি না! সবাই ক্ষমাঘেন্না করে দিয়েন!

[ দুইপংক্তি ইনস্ট্যান্টঃ
আমি জানি এভাবে বেঁচে থাকার কোন মানে নাই ব’লে সবাই নিঃশ্বাস ছাড়ে নিয়মিত।
“অথচ নিঃশ্বাসের শেষে জমে থাকা বাষ্পও সে উত্তর জানে!” ]

৩,৭৫৫ বার দেখা হয়েছে

৪৬ টি মন্তব্য : “আপাতত সটান চিন্তা”

  1. তাইফুর (৯২-৯৮)
    তাদের সরলরৈখিক দৃষ্টিতে বিদ্ধ হতে হতে ডায়াসে উঠবো, তারপরে রোলকল্‌, এবং গত ক্লাশের কথা বার্তা একটু বলে বকবক শুরু করবো।

    তুই কি ছাত্র না শিক্ষক ... 😮

    ইন্সট্যান্ট দুই পংক্তি দিয়ে লেখাটাকে পূর্ণাংগতা দেয়ায় ধণ্যবাদ।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    স্মৃতি রোমন্থন করতে করতে চমৎকার ছিল শেষ এর ইন্সট্যান্ট স্ট্রোকটুকু।
    একেবারে নেস ক্যাফে টাইপ সতেজতা ছিল কিন্তু। :thumbup:

    শুভেচ্ছা নিও পেন্সিল।
    🙂


    সৈয়দ সাফী

    জবাব দিন
  3. সাকেব (মকক) (৯৩-৯৯)

    দুইপংক্তি ইনস্ট্যান্ট টা :just: উরাধুরা ছিল...

    আন্দালিব,
    তোমার যেইসব কবিতা বুঝি, তাতেই নিশ্চিত বলা যায় যে তুমি বস...সব কবিতা বুঝলে জানি কি হইতো!!!


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)
    কন্ট্রোল সিস্টেমস এর ক্লাশ
    কন্ট্রোল একটা বাজে সাবজেক্ট
    গাদাগাদা ল্যাপ্লাস করতে হয়
    পি.এল

    আমি সারাজীবন মানবিকের ছাত্র। সব মাথার উপর দিয়া গ্যাছে। তবে অন্য সবার মন্তব্যে বুঝছি আন্দালিব হেভি কিছু লিখছে..................!!!!!!!!!!!!!!


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  5. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    কন্ট্রোল সিস্টেমস এর ক্লাশ। মোট ছাত্রসংখ্যা পঞ্চাশ। ক্লাশে ঢুকতেই ড্যাব ড্যাবে ১০০টা চোখ আমার দিকে চেয়ে থাকবে।

    এইজন্যেই আন্দালিবের কেলাশ করানোতে এতো কাহিনি 😀
    সো অই একশডা মেইল চক্ষুর ব্যাঞ্চাই B-) B-)


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : আন্দালিব (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।