ভাগাড়ী পংক্তিগুলো


এভাবে একদিন আমার কথাও শুকিয়ে যেতে পারে এমন আশঙ্কায় আমি মূক।
হাসিও মুছে যেতে পারে হঠাৎ পিপাসা পাওয়া রাতে
এমনকি আমি বোধহীন হতে পারি, এ ঘটনাও অসম্ভব নয়
নিউরনে স্ফুলিঙ্গ থেমে গেলে আমি অরূপাক্ষ নদে ভেসে যেতে চাই।
***


কাঠবেড়ালীর চকিত চাউনি আমার লঘুপায়ের সঞ্চারণে বিশ্বাস করে না।
বহু আগের স্মৃতি তাকে বাকলের গুঁড়োয় লুকিয়ে ফেলে
পাশে কিছু ব্যাধের শর পড়ে ছিল।
***


চোখের তীর খুলে এসো, আমি বিঁধে ফেলার আগে কিছু ভাবিনি!
***


এরকম প্রজননে আমার ক্লান্ত লাগে সত্যি,
বিধাতাহীন দেশে জন্মহার হ্রাস পাচ্ছে ধীরে।
***


ব্লাউজ সেলাইয়ে অরণী টেইলার্সে ভীড় জমে,
কারিগরের বউ খুব বোকা মেয়ে!
***


তুমি জানো যে
শরৎ খুবলে নিয়ে গেছে আকাশের মেঘ,
তবু এই শীতে এসেও নিনির্মেখ
চেয়ে থাকো কুয়াশার রোদে।
***


কাজল হিসেবে প্রশ্ন মেখে আসা এক সুচতুর ছল
কারণ সব প্রশ্নের জবাব বিধাতাও দিতে পারে না!
***


ধর্মতত্ত্ব
না, হাওয়া-কে আপেল খেতে
প্রলুব্ধ করেনি আদি সাপ
এ সবই শুধু
তথ্যের নির্জলা জালিয়াতি।

আদম খেয়েছে আপেলকে।
হাওয়া খেয়েছে আদমকে।
আদি সাপ খেয়েছে হাওয়াকে
কালোতম অন্ত্রের ভেতর।

বিধাতার কলহ-আহ্বান শুনে
আদি সাপ শুধু ক্রূর হেসেছিল
স্বর্গের মাঝে মধ্যাহ্ন-ভোজ
হজম করতে করতে।

[মূলঃ টেড হিউজ]
***


আমি সৎ নই, অনুভূতির ব্যাপারে স্বার্থ বুঝি
এবং স্বার্থের চেয়েও বেশি লালসা বুঝি
তোমার স্তনে দাঁত গেঁথে ফেলার আগে
আমি অনেক নারীবাদী ছিলাম।
***

৩,৩৪৪ বার দেখা হয়েছে

৫৬ টি মন্তব্য : “ভাগাড়ী পংক্তিগুলো”

  1. তাইফুর (৯২-৯৮)

    মানে কিরে আন্দা ?? 😮
    ব্লাউজ সিলাইতে কারিগরের বউ কি বোকামি করলো ...
    বুকের মাপ ...
    আর না কই ...
    কইলে তো সবাই বুইঝালাইবো


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    অন টপিকে কমেন্ট করার কিছু পাইলাম না... :bash:
    কেউ তাড়াতাড়ি অফ টপিকে শুরু করেন...তারপর কমেন্ট করুম... B-)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. 'ঝ' নাম্বারটা পুরা বুঝছি। 😉
    'ঙ' নাম্বারটা হাল্কা বুঝছি। 😉

    বাকি গুলি কম কম বুঝলেও খুব ভালো লাগছে। চমৎকার। ফাজলামি করছি না। সত্যি মুগ্ধ হয়ে পড়েছি। :thumbup:

    জবাব দিন
  4. আন্দালিব (৯৬-০২)

    ডিসক্লেইমারঃ এখানে লিখিত কবিতাসমূহের মধ্যে প্রথমটি বাদে বাকি সব যৌনতাকেন্দ্রিক চিন্তা থেকে লেখা। ভাইয়েরা আমার, খালি ব্লাউজে আটকায়ে থাকবেন না। আশেপাশে আরো অনেক কিছু থাকতে পারে!

    জবাব দিন
  5. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    চমৎকার পেন্সিল।

    একেকটা অন্যের সাথে ঠোকাঠুকি করছে - কে বিজয়স্তম্ভে কোথায় দাঁড়াবে।

    আমি সব'কেই এক কাতারে এনে সকলকেই গোল্ড মেডেল দেওয়ার সুপারিশ করলাম।
    :clap:

    আর এইটা চোখে লেগে রইলো অনেক ক্ষন।

    তুমি জানো যে
    শরৎ খুবলে নিয়ে গেছে আকাশের মেঘ,
    তবু এই শীতে এসেও নিনির্মেঘ
    চেয়ে থাকো কুয়াশার রোদে।

    শুভেচ্ছা নিও। 🙂


    সৈয়দ সাফী

    জবাব দিন
  6. সাকেব (মকক) (৯৩-৯৯)
    ব্লাউজ সেলাইয়ে অরণী টেইলার্সে ভীড় জমে,
    কারিগরের বউ খুব বোকা মেয়ে!

    প্রসংগ উল্লেখপূর্বক ব্যাখ্যা করলে ভালো হয় 😀


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  7. সাকেব (মকক) (৯৩-৯৯)
    এরপর থেকে একটু উঁচা হইয়া দাড়াইয়েন, তাহইলে মাথার উপর দিয়া না গিয়া ডাইরেক্ট মাথায় লাগব।

    ওরে বোকা,
    উঁচা হয়া দাঁড়ানো তো কোন ছাড়!
    ডিশ এন্টেনা লাগাইলেও এই সিগন্যাল আমি ধরতে পারবনা 🙁


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  8. ফয়েজ (৮৭-৯৩)

    খ টা কেমন কেমন লাগল। ব্যাধের শর, এইটা কি মুজা নাকি?

    কাঠবিড়ালী, এইটা কেডায়?

    তয় কোবতে ভালা লাগছে। বুঝাবুঝির কাম নাই। গ্রুপে একজন বুঝলেই হইছে, ম্যালা।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মওন্তব্য করুন : জিহাদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।