কোলাজ

পাতার কান্না শুনি ঝিকমিকে আঁধার নির্জন
সবুজ প্রহার…
এ সবই শীতল দৃশ্যে লেপটে থাকে

ঘুঙুরের শব্দের রঙ দেখে আমি যেভাবে বিস্ময়ে ভাসি
সেভাবে অনেক বছর পরে তোমরা সেই দৃশ্যটি দেখে
নিশ্চয়ই কাঁদবে
হাসবে হাসিমুখ ভেঙেচুরে পাতা হয়ে যাবে
কিংবা হতেও পারো কোলাজরূপী দালান
অদ্ভুত ট্র্যাফিক সিগন্যাল যেটি নীল’
তোমরাও জ্বলবে নিভবে তিন মিনিট পর পর
যেভাবে হাসছো এখন
আমিও হাসছি তোমাদের সাথে

***
২.১১.৯

~~~~~~~~~~~~~~~~~~
Blurry Tear
অনেকদিন আগে, প্রায় দু’বছর হতে চললো, আমি লেখা শুরু করেছি। সেইসময়ে আমার লেখা পড়ে একজন আমাকে বলেছিলো, আমি কেনো কেবল কষ্টের কথা বলি, আনন্দ নিয়ে আমার উচ্ছ্বাস কেনো এতো কম?

সেই প্রশ্নের জবাবে, ভেবেছিলাম একটা আনন্দের কবিতা লিখবো। তারপরে অনেক দিন অনেক রাত কেটেছে সেই চেষ্টায়। আজকে অভাবিত কারণেই মন ভালো, খুব ভালো। তাই তাকেই এই লেখাটা উৎসর্গ করে দিচ্ছি!

১,৬০৮ বার দেখা হয়েছে

২৮ টি মন্তব্য : “কোলাজ”

  1. রকিব (০১-০৭)
    অদ্ভুত ট্র্যাফিক সিগন্যাল যেটি নীল’
    তোমরাও জ্বলবে নিভবে তিন মিনিট পর পর
    যেভাবে হাসছো এখন
    আমিও হাসছি তোমাদের সাথে।

    সুন্দর, বড় সুন্দর লিখেছেন ভাইয়া। :boss:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. শার্লী (১৯৯৯-২০০৫)

    বুঝতে পারলাম না এটা কি আনন্দের কবিতা নাকি ভর্ৎসনা করে লেখা কবিতা? বুঝলাম নাকি বুঝলাম না তাতে কিছু যায় আসে না। একটা যায়গায় একটু হোঁচট খেয়েছি কিন্তু এছাড়া খুবই ভালো লেগেছে।

    জবাব দিন
    • আন্দালিব (৯৬-০২)

      হুম। আমি আসলে শিরোনামটা খুব ভেবে দিয়েছিলাম। কোলাজে যেমন, সবকিছু ঠিকঠাক বোঝা যায় না, আনন্দ-বেদনা-হর্ষ-ক্রোধ সব মিলেমিশে যায়, এটাও তেমনি একটা Feel দিক সেই চেষ্টাটা ছিলো।

      এখন মনে হইতেছে আরেকটু কম এলোমেলো হলে ভালো হতো, অনেকেই কনফিউজড। হাহা। 😉

      জবাব দিন

মওন্তব্য করুন : রাশেদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।