তুমি যা হতে চেয়েছিলে একবার, সেরকম হয়ে ওঠা হয়নি তোমার

ছাইদানির মানচিত্রে খয়েরিদাগেরা বলে তুমি সেখানে শুয়েছিলে পরতে পরতে
তুমি যা হতে চেয়েছিলে একবার, সেরকম হয়ে ওঠা হয়নি তোমার

বিছানায় ফিরে যাবার সময়ে তোমার চোখেও কয়েকটি মৃত্যু জমে থাকে
তুমি যা হতে চেয়েছিলে একবার, সেরকম হয়ে ওঠা হয়নি তোমার

সেখানে বিষন্ন বালিশ কেঁদেছিল তিনযুগ জেগে থাকা বিনিদ্রতায়
শীত রাতের কুয়াশা শাল গায়ে খুব মোলায়েম ব’সা ছিল রোদে

সূর্যে আগুন ধরে গেলে তুমি ঘুমিয়ে পড়ো
বই-মলাটের ভাঁজে ভাঁজে তখনও জেগে থাকে অলস জন্ম-কোষ

তুমি যা হতে চেয়েছিলে একবার, সেরকম হয়ে ওঠা হয়নি তোমার।

– – – –

১.১.৯

[উইলকো’র একটা গান শুনে ]

৩,২৩৩ বার দেখা হয়েছে

৩৫ টি মন্তব্য : “তুমি যা হতে চেয়েছিলে একবার, সেরকম হয়ে ওঠা হয়নি তোমার”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ওহে লেটেস্ট গৃহেফেরত কবি, নববর্ষের ব্যাপজ শুভেচ্ছা নিও। কণাসম সংশয়ের অবকাশ না রেখেই জানালুম, বেশ গভীরে নাড়া দিয়ে গেলো। :clap: :clap:

    গানখানা তো সেন্ট মেইল ফোল্ডারেই আছে, তাই না 😀 😀 কষ্ট করে ফরোয়ার্ড করে দিস 😉

    :thumbup: :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. আন্দালিব
    ছবিটা প্রথম পাতার অনেকটুকু নিয়ে নিচ্ছিল, তাই পোস্টের ভিতরে দিয়ে দিলাম।

    ছবি দিলে একটু কষ্ট করে পোস্টের ভিতরে দিলে প্রথম পাতা লোড হতে একটু কম সময় লাগে। দেখার জন্যও ভালো হয়। তুমি সব সময় ছবি দাও, তাই তোমাকেই বললাম।

    ভালো থেকো। 😀

    কবিতা লিখো আরো। তবে আমাদের মতো অল্প শিক্ষিতদের জন্য মাঝে মাঝে দু'একটা গদ্যও দিও। 😀

    জবাব দিন
    • আন্দালিব (৯৬-০২)

      হ্যাঁ, আমি আসলে বুঝি নাই, প্রতিবার ছবি দিলেই সেটা বড় হয়ে যায়! 😕 😕
      কষ্ট করে ছবি ঠিক করে দিলেন বলে অনেক ধন্যবাদ কামরুল ভাই। 🙂

      গদ্য লিখতএছি একটা। কালকে দেখি পোস্ট করব। তবে আমার গদ্য লিখতে অনেক কষ্ট করতে হয়। লেখার পরে সেটাও কেমন খটোমটো হয়ে যায়। সে তুলনাইয় কবিতা অনেক সহজে আসে আমার কাছে। প্রেমের সম্পর্ক তো, তাই মনে হয়। 😉

      জবাব দিন
  3. নাসির (৯৮-০৪)

    অধিক অসাধারণ হয়েছে। কবিতা পড়ে যদি চিন্তা করার খোরাকই না পাওয়া যায় তাহলে সেটা কবিতাই না। অনেক সময় লাগলেও বারবার আস্তে আস্তে পড়ার একটা আনন্দ পাইছি আপনার লেখায়।

    বই-মলাটের ভাঁজে ভাঁজে তখনও জেগে থাকে অলস জন্ম-কোষ।

    ব্যাপক লাগছে লাইনটা। ধন্যবাদ আন্দালিব ভাই। :hatsoff: :hatsoff: :hatsoff:

    জবাব দিন
  4. মুসতাকীম (২০০২-২০০৮)

    ঝোস হইছে :clap: :clap: :clap:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  5. ফয়েজ (৮৭-৯৩)

    আন্দালিব, তুমি কি লিখার সময় অনেকগুলা ফ্রেম মাথায় রেখে লিখ, একই বোধের অনেক গুলো ফ্রেম, এর পর উলটা পালটা করে ফেল?

    বুঝতে পারি না।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
    • আন্দালিব (৯৬-০২)

      না ফয়েজ ভাই, সবসময় ফ্রেম নিয়ে চিন্তা থাকে না। কখনো একটা লাইন থেকে পুরো কবিতা এসে পড়ে, কখনো দেখা যায়, পাশাপাশি অনেকগুলো লাইন বা চিত্রকল্প চলে আসে, তখন তাদের মাঝে সুতোবাঁধা সম্পর্কটা বানাতে হয়। একেকবারের অভিজ্ঞতা এতোই আলাদা, যে সাধারন কোন নিয়মে ফেলতে পারিনা।

      তবে ঐটা মনে হয় একটু সিক্রেট থাকাই ভাল। জাদুকরের সব গোপন কথা জেনে গেলে জাদু দেখার মজা থাকে না। 😉

      জবাব দিন

মওন্তব্য করুন : রেজওয়ান (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।