দৃশ্যকর্মী

১,
বড়ো বেখাপ্‌ ঝুলে আছো ছয়তলার ওপরে বিমর্ষ
তবু হাসিমুখ, দেখি তোমার। ঝুলে থাকা থোকা থোকা
হাসিমুখ। রোদে ঝলসে গেছে সেইচোখমুখ, হাসি।
উল্টোবাদুড় ঝোলা হয়ে দুলছো সরল দোলক।
দেখতে লাগছে বেশ, হাসিটি উল্টে গিয়ে বিষণ্ণতা ঝুলছে

বিষাদের ধর্ম নয় তেমন স্থির, সুতরাং ঝুলে ঝুলে নেমে
আসছে রোদার্ত-ক্ষোভ আর ভয়াটে মোমজ জল,
অশ্রুজল। অভিকর্ষ বড়ো প্রয়োজন, প্রিয়তম আকর্ষণটি
উলম্ব।
তাই ঝুলে ঝুলে অশ্রু নামে, হাসি নামে না- উড়ে যায়
সেভাবেই ওঠা কিংবা নামা মেপে মেপে ছয়তলা থেকে
তুমি নেমেই উঠে যাচ্ছো বেশ! তরতর সুপার-হিউম্যান…
*
২,
বোঝা গেলো নিচ থেকে দেখা সবই কালো কালো লাগে
আলোবার্তা চলাচলের পথ রাজপথ থেকে দূরে, সেই ট্র্যাকে না পড়লে
কি-ছু দে-খা যা-য় না। কি-ছু চো-খে প-ড়ে না।
অন্ধ লাগে নিজেকে। তাই মনে হয় উপরে উঠি,
উপরে উঠলে পুলক পুলক। অর্গ্যাজমের ঝলক।
মাখো মাখো তরলিত মেঘ,
সুশীল ঘাম মোছো সুগন্ধিটিস্যুতে, ভিজে নমোনমো নরোম হয়েছে সেটি
গুটিয়ে ফেলে দাও ঘামসমেত- আস্তাকুঁড়ে। পাশে আস্তাবল ঘোড়ার গন্ধ আসে
তীব্র গন্ধস্রোত নাকের ভেতরে অযৌন-বাসা বাঁধে
হরিৎ!
এবং আমাদের গলি উপগলিতে নালি উপনালিতে থকথক করে ক্লান্তরমণ।
*

===
– অনীক আন্দালিব
১১.১০.৯

২,৬০১ বার দেখা হয়েছে

৪৩ টি মন্তব্য : “দৃশ্যকর্মী”

  1. রহমান (৯২-৯৮)
    অভিকর্ষ বড়ো প্রয়োজন, প্রিয়তম আকর্ষণটি
    উলম্ব।
    তাই ঝুলে ঝুলে অশ্রু নামে, হাসি নামে না- উড়ে যায়

    দারুন লাগল :thumbup:

    তোমার কবিতাগুলো একটু কঠিন লাগে, সাথে ভাব সম্প্রসারণ করে দিলে অনেকেরই সুবিধা হবে বলে আমার বিশ্বাস।

    কবিতার বই বের করে ফেলতে পার। তোমার ষ্টক তো দেখি অফুরন্ত

    জবাব দিন
    • আন্দালিব (৯৬-০২)

      কবিতার বই এখনই বের করার ইচ্ছা নেই রহমান ভাই। আমি আসলে আরো বেশ কিছুদিন লিখতে চাই। আমার মনে হয় একটা ছাপাবইতে কিছু কবিতা সংকলনের মান এখনও আমি অর্জন করিনি। আমি চাই সেখানে সবগুলো কবিতাই অসামান্য হোক। এই জন্যে নিজেকে আরো গুছিয়ে, পরিশীলিত করে নিচ্ছি।

      ভাবসম্প্রসারণ করা অবশ্য খুব কঠিন কাজ। একটা গল্পকে গুছিয়ে বলা যায়, কারণ ওখানে সবকিছু স্পষ্ট থাকে। কিন্তু কবিতায় এতো এতো বিচিত্রভাবে দৃশ্য তৈরি করা হয় যে সরাসরি বলে দেয়া যায় না। তাই... (তাইফুর্ভাইয়েক্মাত্র ভর্সা!)

      জবাব দিন
  2. তানভীর (৯৪-০০)

    ব্যাপক কবিতা, আমিও ব্যাপকভাবে বুঝে গেলুম। B-)

    ইয়ে মানে...তাইফুর ভাই কই? উনার গাইড বইয়ের খুব দরকার এই মুহূর্তে! ;)) ;))

    অনটপিকঃ প্রথমটার চেয়ে স্বিতীয়টা ভালো লেগেছে আমার। 🙂

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)

    প্রথমটা লিফট তাই না। :tuski: :tuski:

    এইটা যদি লিফট টি হয় তাইলে তো লিফটের কপাল খুব ভালো মনে হয়। কবিতা লিখছো তুমি।

    পরেরটা বুঝি নাই 🙁


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    যাক, আন্দা আসলেই ব্যাক করছে... ;))

    চিন্তা কর না, আর্জেন্টিনা শেষ পর্যন্ত কোয়ালিফাই করে ফেলবে... O:-)
    তবে চ্যাম্পিয়ন হবে কিন্তু ঐ ব্রাজিলই... :grr:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
    • আন্দালিব (৯৬-০২)

      এভাবে বললে ভাই আমি বিরাট অস্বস্তিতে পড়ে যাই!

      আমার আসলে সবকিছু এমনভাবে লিখতে ইচ্ছা করে যেনো যে কেউ পড়েই সেখানে রিলেট করতে পারেন। আমার চিন্তা সরাসরি লিখলে, হয়তো সেটা সবাইকে সম্পৃক্ত করবে। ভাগ্যের পরিহাস হলো, এটা করতে গিয়ে আমি এখন যেভাবে লিখি তাতে আরো অনেকেই রিলেট করতে পারেন না। আমার এখানেই সীমাবদ্ধতা। 🙁

      আপনি পড়েছেন বলে অনেক ধন্যবাদ বস! :hatsoff:

      জবাব দিন
  5. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    অন্ধ লাগে নিজেকে। তাই মনে হয় উপরে উঠি,
    উপরে উঠলে পুলক পুলক। অর্গ্যাজমের ঝলক।

    ওহে আন্দালিব, নীচ থেকে উপরকে আর উপর থেকে নীচকে এই মরিচীকার মতই লাগে সবসময়।
    সময়ের সাথে সবই ভাইস ভার্সা। মাঝেও আসলে সুখ নাই। পাশাপাশিতো নাই'ই B-)


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  6. আদনান (১৯৯৪-২০০০)

    কিরে নাগরিক সুখ-দুঃখের গল্প নাকি ? প্রথম কবিতাটা পড়ে কেন যেন ফুল ফোটা লতা গাছের কথা মনে হল, আর পরেরটা পড়তে গিয়ে মনে হলো কোন ফ্লাইওভারের নীচে দাঁড়িয়ে আছি । :thumbup:

    জবাব দিন
    • আন্দালিব (৯৬-০২)

      আমার লেখা সবসময়েই নাগরিক। নগরের বাইরে যে জীবন সেটা আমার তেমনভাবে দেখা হয়নি। ক্যাডেট কলেজটা মফস্বলে হলেও সেখানের অভিজ্ঞতাও অনেকটা নাগরিকই, সবকিছউ সেখানে শহুরেই ছিলো, প্রকৃতিটুকু বাদে।

      আপনার কল্পনা আমাকে চমৎকৃত করে আদনান ভাই। আমি একেবারেই এভাবে ভাবি নাই, বরং আপনার কথা শুনে আবারও লেখাটা পড়ে মনে হচ্ছে এভাবেও ভাবা যায়!! সত্যিই আপনাকে ধন্যবাদ! :boss:

      জবাব দিন

মওন্তব্য করুন : মাহফুজ (৯২-৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।