বিচ্ছেদের পরে…

আমি বোধহয় দিনে দিনে দারুন অভিনেতা হয়ে যাচ্ছি!

কী অদ্ভুত নিয়মে বুঝে গেলে শেষমেষ তুমি,
শব্দের মোড়কে জড়াতে হলোনা বিচ্ছেদের
গতানুগতিক অভিনয়। কষ্টের অভিনয় করা
মুলতই কষ্টকর, বিশেষত যখন মুখোশ খুলে
বসি আমরা মুখোমুখি, তাবৎ কপটতা ঝরে যায়
আমাদের, ঠিক একদম দুদিন-পুরোনো পাঁপড়ির মতো।
তোমাকে নিয়েই যত ভয় ছিল আমার
নাটুকে কান্না বা অতি-আবেগ দেখিয়ে,
অপরাধবোধে পোড়াতে চাইবে আমাকে।
আশেপাশের সহানুভূতিও পাবে তুমি,
বিশেষত মেয়ে হিসেবে যা প্রাপ্য তোমার।
(নারীবাদীরা আমাকে শূলে চড়াবে এমনটি বলেছি জানলে!)
কিন্তু তুমি বড় শান্ত থাকলে, একটু বেশিই নিরাবেগ;
সহজেই মেনে নিলে যা বলেছি আমি ছাইপাশ,
পুকুরে ধবল-হাঁসের গায়ে আলগোছে লেগে থাকা পানির মত
ঝেড়ে ফেললে সম্পর্কের সুতোটুকু।
ভেবে অবাকই হয়েছি বটে আমি, মাথা নেড়েছি বারবার
নিরাসক্ত তোমার মুখের টানটান চামড়া দেখে
হোঁচট খেয়েছি, কথা ফুরুলে চুপ করে দু’জন মুখোমুখি
তাকিয়ে থেকেছি সটান চোখে।
ফিরে যেতে যেতে ভেবেছি তুমুল, ভুলগুলো আর
হাসিগুলো, খাতাজুড়ে বড্ডবেশি কাটাকুটি।
ইরেজার দিয়ে ঘসে ঘসে মুছে ফেলছি সবই দিনদিন,
থেমে ভাবছি মাঝে মাঝে, তুমিও নিশ্চয়ই এতদিনে
হেসে উঠছ সহচরদলের চটুল কথায়, গলে গলে
পড়ছ, জ্বলে জ্বলে উঠছে তারা তোমার স্পর্শে!

এতসব বেহুদা চিন্তায় নষ্ট করি ঘণ্টা-প্রহর-ক্ষণ
আজও একদম বেমক্কা রিয়েলিস্ট হতে পারল না হতচ্ছাড়া!


২৪.৫.৮

২,০২৯ বার দেখা হয়েছে

৪১ টি মন্তব্য : “বিচ্ছেদের পরে…”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    অসাধারন অসাধারন :thumbup: :thumbup: :boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    আন্দালিব, কবিতাটা অসম্ভব সুন্দর হইসে।
    এক সময় আমিও টুকটাক কবিতা লিখতাম, খুব সহজ সরল, অল্প লাইনের। ব্লগ আকারে দেওয়ার সাহস নাই, কমেন্ট আকারে দেওয়ার লোভ সাম্লাইতেও কষ্ট হইতেছে
    "রক্তকরবী রক্তিম রঙ, এখন আমার হৃদয় জুড়ে,
    গভীর ক্ষতের সন্ধান দিয়ে যায়।
    ছোট্ট একটা বিষপোকা ছিল তোমার ভালবাসায়।"


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    আন্দালিব। সরি ভাই তোমার অসাধারণ কবিতাটা পড়ার পর 'আবেগ ধরে রাখতে' না পেড়ে নিজের দুইটা ফালতু কবিতা কমেন্ট আকারে দিয়া ফালছি। দেওয়ার পর মনে হইতেছে ... দেয়া ঠিক হয় নাই। তুমি একটু দয়া কইরা কমেন্ট দুইটা মুইছা দিবা প্লিজ ??


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    কিন্তু তুমি বড় শান্ত থাকলে, একটু বেশিই নিরাবেগ;
    সহজেই মেনে নিলে যা বলেছি আমি ছাইপাশ,
    পুকুরে ধবল-হাঁসের গায়ে আলগোছে লেগে থাকা পানির মত
    ঝেড়ে ফেললে সম্পর্কের সুতোটুকু।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : তাইফুর (৯২-৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।