দীর্ঘবিরতি-মার্জনামূলক পোস্টঃ কবিতা

[ডিস্ক্লেইমারঃ এই একটা জিনিশই আমি ভাল পারি! 😉 ]
silhouettes-3
দ্বিচরণ

তোমাকে আমার ভাল লাগে
এই নির্দোষ বাক্যে কারো রাগ বা ক্ষোভ
হওয়ার কথা নয়, যদিও আমার সামনে বসে
তুমি ক্ষেপে ওঠো, ভীষণ সুন্দরভাবে
আমি দ্বিধায় পরিমাপ করি
রাগের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা, মাত্রাসমূহ
এবং পিথাগোরাস বা ইউক্লিড তুমুল বোকা বনে যায়।
হতাশ হয়ে আমি ফিরলাম কার্যকারণে
গ্যালিলিও বা অন্যান্য জ্ঞানীগণ
বেশ হিসেব নিকেশ নিকেশ করেই
বলে বসেন, “হুম। ক্যালকুলাস লাগবে
নিউটনকে ডাকা হউক।”
বিরক্ত আমি নিজেই খাতা বই টেনে
নিখুঁত ধারালো পেন্সিলে লিখি
আমার ভালোলাগা ও তোমার রেগে ওঠার মাঝের দূরত্ব।
কয়েক কিলোমিটার? সহস্র যোজন? দুই-চারটা আলোকবর্ষ!
মুদ্রার ওপর পিঠে অবলীলায়, তোমার ঠোঁটের কোণে
মুচকি হাসি ফুটে ওঠে
এই ভ্রান্ত-কলাবিদ্যা, এই দুরাচারী বিভ্রম
মুহূর্তেই ধরা দেয়, আহা, বিষমকোণ!

***
২৯.৬.৯

১১৭ টি মন্তব্য : “দীর্ঘবিরতি-মার্জনামূলক পোস্টঃ কবিতা”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    কবিতাটা পুরোপুরি বুঝতে পেরে ইমোশনাল হয়ে গেলাম...কবিতার কারনে না...আমি শিক্ষিত হয়ে যাচ্ছি - এটা বুঝতে পেরে... :shy:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. অনেক কনফিউজড্‌ হয়ে, শেষমেষ ফোনেটিক দাবিয়ে কমেন্ট দিয়েই দিলাম একটা!

    একটু রাগ-হাসি বা খোঁচাখুঁচি দিয়ে এমন কবিতা লিখে ফেলো! আসলেই এটা ভাল পারো তুমি! বেশ ক্যালকুলেইট করা কবিতাটা খুব সুইট লাগলো। ভাল থেকো! ;;)

    জবাব দিন
  3. জিহাদ (৯৯-০৫)

    আহ! কতদিন পর! এন্টেনাটা খোলস থেকে বের করার সুযোগ পাইলাম! 😀

    আন্দালিব ভাই, এই কবিতাটা ব্যাপক লাগসে। এন্টেনা বের করা পুরাপুরি সার্থক 🙂


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    বিভাগঃ কবিতা, গল্প, ঝিনাইদহ , প্রেম-প্রস্তাব 😀


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. রকিব (০১-০৭)

    কবিতা পাঠ পূর্বক বড়ই বিগলিত হইলাম, আমার চতুর্দন্ডী তরংগ-গ্রাহক যন্ত্রে যথেষ্ট প্রশংসনীয় পর্যায়ে এই পদ্যটি ধৃত হইয়াছে। আন্দালিব ভ্রাত, অতিশয় উচ্চমানসম্পন্ন কবি। :boss: :boss:
    অফটপিকঃ এক কাপ উত্তপ্ত ঘোয়া উড্ডয়মান :teacup: পান করিয়া সেবক কনিষ্ট ভ্রাতকে বাধিত করিবেন জনাব।
    (পুরাটার ক.রা.- মাস্ফ্যু ভাই ;;) ;;) )


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  6. সানাউল্লাহ (৭৪ - ৮০)
    কবিতা, গল্প, ঝিনাইদহ , প্রেম-প্রস্তাব

    প্রিন্সিপালের অনুপস্থিতিতে ব্লগের ডিসিপ্লিন দেখার জন্য অ্যাডজুটেন্ট আছে! কিন্তু বিষয়টা কি তোমার নজর এড়িয়ে গেল ইউসুফ? আন্দা তো সিসিবিতে প্রেম-প্রস্তাব পেশ করেছে? আমরা কি এটা মেনে নেব?

    এডু-মডুরা কি বলে? শুনলাম ওরাও নাকি সব প্রেম পাগল হয়ে দিওয়ানা হয়ে গেছে?


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  7. এহসান (৮৯-৯৫)

    ব্লগের ভিতর প্রেমালাপ, প্রেম নিবেদন... সবই চলছে। আমিও আইডিয়াটাতে মুগ্ধ!!! কেমনে কেমনে জানি আমি কবিতাটা একটু একটু বুঝতে পারতেসি মনে হয়। কিন্তু নিশ্চিত না।

    আন্দালিব কবিতাটা মনে হয় ভালো হয়েছে।

    জবাব দিন
    • আন্দালিব (৯৬-০২)

      এহসান ভাই, আপনি যেভাবে বুঝেছেন সেটাই ঠিক আছে। ঠিক বেঠিক ব্যাপারগুলো ত আপেক্ষিক, তাই না? সেখানে কবিতার চেহারা তো পানির মতই, যে পাত্রে পড়বে, সে পাত্রেরই আকার!

      আপনি যদি বলেন ভালো হয়েছে, তাহলেই আমি খুশি! ধন্যবাদ ভাই। 😀

      জবাব দিন
  8. হাসান (১৯৯৬-২০০২)
    রাগের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা, মাত্রাসমূহ
    এবং পিথাগোরাস বা ইউক্লিড তুমুল বোকা বনে যায়।

    অসাধারণ! অসাধারণ !! অসাধারণ !!! তোর সাথে ল্যাবে কিছুদিন ছিলাম বলে গর্বিত (যদিও আমার ধারণা তোর মনে নাই আমার কথা) 😛

    জবাব দিন
  9. তানভীর (৯৪-০০)
    মুদ্রার ওপর পিঠে অবলীলায়, তোমার ঠোঁটের কোণে
    মুচকি হাসি ফুটে ওঠে
    এই ভ্রান্ত-কলাবিদ্যা, এই দুরাচারী বিভ্রম
    মুহূর্তেই ধরা দেয়, আহা, বিষমকোণ!

    আহা! কত রহস্য এই দুনিয়ায়! কিছুই জানা হইল না, কিছুই শিখা হইল না! :dreamy: :dreamy:
    কবিতাটা দারুন লেগেছে আন্দা। অনেকদিন পর পর সিসিবিতে একটা লেখা দিয়ে আবার হারিয়ে যাও কেন? ব্যস্ত নাকি?

    জবাব দিন
    • আন্দালিব (৯৬-০২)
      আহা! কত রহস্য এই দুনিয়ায়! কিছুই জানা হইল না, কিছুই শিখা হইল না! :dreamy: :dreamy:

      ঠিক বলছেন তানভীর ভাই, আসলেই অনেক কিছু জানা হয় নাই। তাই তো কবি বলেছেন, "কত অজানারে...!"

      মাঝে একটু ব্যস্ত ছিলাম। এখন আবার ফ্রি। সুস্থির হতে পারছি না, এটাই সমস্যা। 🙁

      জবাব দিন
  10. আদনান (১৯৯৪-২০০০)

    একটা কবিতার সবগুলো লাইন বেশিরভাগ সময়ই ভাল লাগেনা । আমি কবিতা বিবাগী মানুষ । কবিতার ভাবালুতার চেয়ে গদ্যের সরাসরি কথন বেশি উপভোগ করি । তবে তোর এই কবিতাটা আমার খুবই ভাল লেগেছে, সবগুলো লাইনই অনেক পছন্দের তাই নির্দিষ্ট করে কোনটা কোট করলাম না । আমারো শানে নুযুল জানতে মন চায় ।

    জবাব দিন

মওন্তব্য করুন : আন্দালিব (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।