শিরোনামের ফুটনোট

খেয়াল করলাম গত অগাস্টে এখানে রেজিস্ট্রেশন করেছি। কিন্তু লেখা হয়নি একটুও। সেটা বেশ অবাক করা কারণ এ কয়মাসে আমার জীবনে একটা উজ্জ্বল অংশ এই লেখালেখি করাটাই। এই সময়ে অনেকটা সিরিয়াস হয়ে গেছি নিজের লেখা নিয়ে, চিন্তা নিয়ে, ভাবনা নিয়ে। সেগুলো এখানে কেন শেয়ার করিনি জানি না। অনেক সময় নজরের আড়ালে থাকলে অনেক গুরুত্বপূর্ণ জিনিশই খুঁজে পাওয়া যায় না। এখন হঠাৎ করেই মনে হলো ক্যাডেট কলেজ ব্লগেও লেখাগুলো ধীরে ধীরে দিবো।
আজকে বড়োই অন্যরকম দিন। কাল রাতে ঠাণ্ডা-কাশির সহোদর উটকো জ্বর এসে ঘাড়ে কপালে আশ্রয় নিয়েছে। দাওয়াই দিয়ে রাতে ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে দেখলাম জ্বর নেই। তবে থিকথিকে ঠাণ্ডা এখনও ছাড়েনি। দুপুর গড়াতে টের পেলাম, আবার কাঁপিয়ে আসছে। অফিসে ফোন করে বলে দিলাম যে আজকে আসছি না। এই অবসরে ঘুরতে ঘুরতে ফিরে এলাম এখানেই।
ক্যাডেট কলেজ নিয়ে অন্যস্থানে খুব বেশি লিখি নাই, কেননা সেটা অনেকেরই বোধগম্যতায় আটকে যাবে। সেই লেখাগুলো দিয়েই শুরু করবো ভাবছি। 🙂

[আমি কথা বেশি বলি। একটা ইন্ট্রো দিতে গিয়েই এ অবস্থা! তাহলে সামনে আমার অত্যাচার কেমন হবে আশা করি অনুমেয় হচ্ছে! :-B ভালো থাকুন সবাই!!]

৩,১৯৬ বার দেখা হয়েছে

৩৬ টি মন্তব্য : “শিরোনামের ফুটনোট”

  1. একটা ইন্ট্রো দিতে গিয়েই এ অবস্থা! তাহলে সামনে আমার অত্যাচার কেমন হবে আশা করি অনুমেয় হচ্ছে!

    আমরা অত্যাচার নির্যাতন সব সানন্দে নিতে রাজি... এবং খুব বেশি বেশি। 😉 😉

    জবাব দিন

মওন্তব্য করুন : আন্দালিব (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।